• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেকে বাঁচাতে বিত্তশালীদের সাহায্য চাইলেন পিতা

  বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২২ অক্টোবর ২০১৯, ১২:০৯
চট্টগ্রাম
মো. সুমন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, নবী সওদাগরের বাড়ির দরিদ্র কৃষক মো. সাজুর ছেলে মো. সুমন (২২)। সুমন পেশায় একজন অটোরিকশা চালক। টানাপোড়নের মধ্য দিয়ে কোনো রকম চলছিল সুমনের পরিবার। কিন্তু হঠাৎ ৪ মাস আগে সুমন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন। মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর সুমনের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

পরবর্তী সময়ে সুমনকে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, যে কোনো একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে সুমন সুস্থ হয়ে যাবে।

সুমনকে বাঁচাতে তার পিতা একটি কিডনি দিতে চাইলে পরীক্ষা-নিরীক্ষার পর তা সম্ভব বলে জানিয়েছেন ভারতের ভেলোরে চিকিৎসকরা। তবে এ ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রয়োজন প্রায় ১৬ লাখ টাকা। ইতোমধ্যে সহায়-সম্বল বিক্রি করে সুমনের চিকিৎসার ব্যয় নির্বাহ করছেন তার পিতা। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সুমনের পরিবার এখন নিঃস্ব।

তাই সুমনের পিতা সাজু ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তশালীদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য কামনা করেছেন।

সুমনের জন্য সাহায্য পাঠাতে চাইলে এই নিউজের কমেন্টে যোগাযোগ করুন।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড