• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারকোমা ক্যান্সারের উপর সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৩, ১৩:৪৪
সারকোমা ক্যান্সারের উপর সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সারকোমা ক্যান্সারের উপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ডিসট্রিক্ট-৩২৮-এর আয়োজনে সারকোমা ক্যান্সারের উপর সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হলো। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যের ক্ল্যাটারব্রিজ ক্যান্সার সেন্টারের বিশিষ্ট অনকোলজিস্ট ডক্টর সৈয়দ নাসিম আলী ছিলেন সেমিনারের প্রধান বক্তা। তিনি এ রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, সারকোমা ক্যান্সারে তরুণরা বেশি শিকার হয়ে থাকেন। এ রোগের উৎপত্তি, বিস্তার নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং প্রতিকার সম্পর্কে সকলের জানতে হবে।

ক্যান্সারের প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করে তিনি বলেন, সব রোগই প্রাথমিক অবস্থায় ধরা পরলে চিকিৎসা দিতে সুবিধা হয় এই সারকোমা ক্যান্সারের কোনো ব্যতিক্রম নয়।

সারকোমা ক্যান্সারের উপর সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সারকোমা ক্যান্সারের উপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইনার হুইল ডিসট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শাহিনা রফিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ক্লাব থেকে আশা প্রেসিডেন্টগণ।

পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন- ইনার হুইল ক্লাব অব ধানমন্ডির প্রেসিডেন্ট পারসা সানজানা লতিফ। ক্লাবের সব সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সফল ও প্রাণবন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড