• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে কুখ‍্যাত দেলু ডাকাত গ্রেপ্তার 

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

২৫ এপ্রিল ২০২৪, ১৪:৩২
দেলু ডাকাত

কক্সবাজারের টেকনাফে ১০জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে এ তথ‍্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি জানান,বৃহসপতিবার ২৫ এপ্রিল ভোর রাত অনুমান ৩:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স শীলখালী পাহাড়ী এলাকার মুরার বাসায় অভিযান পরিচালনা করে মামলা নং ৫৬ তারিখ ২৮/৩/২৪ খ্রিঃ এর অন্যতম মূল হোতা দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাতকে গ্রেফতার করা হয়।

আটক দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (২৬) ডাকাত শীলখালী এলাকার মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনাসহ নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্যা আসামীদের তথ্য সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ডাকাতি,অপহরণ সহ ০৪ টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় কোর্টে প্রেরণের কার্যক্রম চলমান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড