• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের পাশে বেরোবি শিক্ষার্থী পোমেল

  আবু সাঈদ জনি

১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯
শিক্ষা উপকরণ
শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ (ছবি : সংগৃহীত)

নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় কিভাবে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনাদের সন্তানদের বোঝা মনে করার কোন কারণ নেই। বর্তমান সরকার তাদের পড়া লেখার জন্য ভাতা প্রদানসহ সামাজিক সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে। প্রত্যেকে যেনো পরবর্তীতে পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার আলো ছড়াতে বদ্ধপরিকর।’

শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, জেলা ছাত্রলীগের সহসম্পাদক রাসেদ পান্না সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান শিক্ষিকা মাসহুরা বেগম হুরা বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরও সহযোগিতা প্রয়োজন। শুধু ব্যক্তি উদ্যোগে নয়, দেশের সকল স্তরের বিত্তবানদের প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড