• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোয়ালখালী পৌরসভার পঞ্চম বাজেট ঘোষণা

  বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২১ আগস্ট ২০১৯, ১৮:৩৯
চট্টগ্রাম
বাজেট ঘোষণার সময় (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পঞ্চম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৫৫ কোটি ৬লক্ষ ৫০হাজার টাকা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বোয়ালখালীর পৌর কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন বোয়ালখালীর পৌর মেয়র হাজী আবুল কালাম আবু।

এ সময় পৌর মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য পূরণে উন্নয়ন তহবিল থেকে ৪৯ কোটি টাকা ও রাজস্ব তহবিল থেকে ৬ কোটি ৬ লাখ ৫০হাজার টাকার সমন্বয় করা হবে। বাজেট বাস্তবায়িত হলে ২৩ কোটি ১৯ লাখ ৫০হাজার টাকা রাজস্ব উদ্বৃদ্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর প্যানেল মেয়র জোবাঈদা বেগম, এসএম মিজানুর রহমান, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মো. সিরাজুল হক, মো. আরিফ উদ্দিন জুয়েল, পৌর সচিব মো. মোশাররফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান ও বোয়ালখালী থানার উপপরিদর্শক মো. তাজ উদ্দিন, প্রমুখ।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড