• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, ১৩:২৮
চুয়াডাঙ্গা
র‍্যালিতে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অগাস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা ও মিনিস্টার কোম্পানি লিমিডেটের যৌথ আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, সচেতনতা ডেঙ্গুর মহামারি রুখতে পারে। ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত কেউ আসলে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়।

এ সময় সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মাইওয়ান-মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, প্রমুখ।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড