• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝালকাঠিতে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ

  ঝালকাঠি প্রতিনিধি

২৭ জুন ২০১৯, ১৫:৪৫
ঝালকাঠি
মিছিলে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ঝালকাঠিতে মাদকসেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন- যুবমহিলা লীগের আহ্বায়ক শারমিন মৌসুমি কেকা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুবলীগ নেতা কামাল শরীফ, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ও সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বেড়ে গেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রভাবশালী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা জড়িত। তারা দক্ষিণের শান্ত জেলা ঝালকাঠিকে উত্তপ্ত করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

যারা এসব কাজে জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিও জানানো হয় সমাবেশে।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড