• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ‘শিশুদের বাজেট ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

  যশোর প্রতিনিধি

২৫ জুন ২০১৯, ১৯:৫১
যশোর
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

যশোরে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সিসিটিএস মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জীবনের জন্য প্রকল্পের উদ্যোগে পৌর কর্তৃপক্ষের সাথে শিশুদের এ সংলাপের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শিশু ফোরাম যশোরের সভাপতি শিশির খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

সংলাপে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, তথ্য কর্মকর্তা এসএম কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আশাদুল ইসলামসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও শিশু ফোরামের সদস্যরা সংলাপে অংশ নেয়।

সংলাপে শিশু প্রতিনিধিরা পৌর বাজেটে শিশুদের কল্যাণে ১৫ শতাংশ বরাদ্দসহ ১১ দফা দাবি তুলে ধরেন। পরে ১১দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর হাতে তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড