• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  চিলমারী সংবাদদাতা, কুড়িগ্রাম

২৫ জুন ২০১৯, ১৫:৪৯
কুড়িগ্রাম
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্পের সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ছকিনা বেগম, চিলমারী হাসপাতালের আরএমও মোছা. মোস্তারি বেগম, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজার রহমান, প্রমুখ।

বক্তারা অটিজম বিষয়ে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে সরকারের প্রশংসা করে বলেন, অটিজম নিয়ে কাজ করায় সারা বিশ্বে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, অটিজমে আক্রান্ত শিশুরা আর বোঝা নয় তারা সম্পদে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড