• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজ সেই বাবাকে খুঁজে পেলেন তার সন্তানেরা

  নিজস্ব প্রতিনিধি

২৫ জুন ২০১৯, ০৮:৩৩
নিখোঁজ
মো. দেলোয়ার হোসেন (ছবি : সম্পাদিত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মাজহারুল ইসলামের হারিয়ে যাওয়া সেই বাবা মো. দেলোয়ার হোসেনকে খুঁজে পেয়েছেন তার সন্তানেরা।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে নিখোঁজ মো. দেলোয়ার হোসেনকে (৬০) ঢাকা মহাখালী ফ্লাইওভারের নিচে একা হাঁটা অবস্থায় মাজহারুল ইসলামের এক কাজিন খুঁজে পান। পরে তিনি বাসায় খবর দিলে ছেলেরা এসে বাবাকে তাদের কাছে নিয়ে যান।

জানা যায়, এর আগে রবিবার (২৩ জুন) দুপুরে ঢাকার ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে ছেলে মাজহারুলের সঙ্গে ডাক্তার দেখাতে যান দেলেয়ার হোসেন। পরবর্তীতে কিছুক্ষণের জন্য মাজহারুল দূরে গেলে এসে তার বাবাকে সেখানে খুঁজে পাননি। হাসপাতালের সিসি ক্যামেরাতে পর্যবেক্ষণ করে দেখা যায় দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে চলে যাচ্ছেন। পরে ফার্মগেট এলাকার পুলিশ সদস্যদের বিষয়টি জানান ছেলারা। কিন্তু আশপাশে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কথা বলতে গেলে মাজহারুল ইসলাম বলেন, আমার বাবা রবিবার জোহরের সময় আজান শুনে নামাজ পড়তে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন, কিন্তু পথ ভুলে গিয়ে তিনি আর হাসপাতালে ফেরত আসতে পারেননি। পুরো একদিন তিনি কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন আমরা তেমন কিছুই জানতে পারিনি। এখন তিনি অনেকটা অসুস্থ হয়ে বিছানায় আছেন। সুস্থ হয়ে উঠলে আমরা জানতে পারব। তবে বাবা আমাদের মাঝে ফিরে এসেছেন, তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড