• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীমঙ্গলে ৮ ফুট লম্বা অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

  শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার

২২ জুন ২০১৯, ১৫:৫৮
সাপ
প্রায় আট ফুট লম্বা অজগর সাপ ( ছবি :দৈনিক অধিকার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যস্থান থেকে একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ জুন) রাতে চা শ্রমিক মকুল মৃধার বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

এ ব্যাপারে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বনে খাবারের তীব্র সঙ্কট থাকার কারণে প্রায়ই খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। অজগরটি খুবই ক্ষুধার্ত থাকার কারণে বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসে বসত ঘরে ঢুকে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে খাবারের ব্যবস্থা করেছি। এটিকে পুরোপুরি সুস্থ করে তোলার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এ দিকে একই দিন রাতে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার সুকুমার রায়ের বাড়ি থেকে একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ওডি/ এসএএফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড