• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যক্ষ্মা নিয়ন্ত্রণে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বান্দরবান প্রতিনিধি

১৬ জুন ২০১৯, ১৭:৩৪
বান্দরবান
মতবিনিময় সভায় অতিথিরা বক্তব্য রাখছেন (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) বান্দরবান জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ মোমেন চৌধুরী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।

বক্তারা বলেন, যক্ষ্মা হলে রক্ষা নেই এই কথার ভিত্তি নেই। নিয়মিত পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণভাবে ভালো হয়। সারা দেশে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনেকাংশ রোগ নিয়ন্ত্রণ হয়েছে। বক্তারা আরও বলেন, সকলের সহযোগিতা ও সচেতনতাই পারে সম্পূর্ণ রূপে যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান সদর হাসপাতালের সাবেক মেডিকেল আবাসিক অফিসার ডা. মো. মাজেদুর রহমান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফিয়া আক্তার রিনা, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি চট্টগ্রামের কোঅডিনেটর হেলাল খন্দকারসহ বান্দরবান পৌর এলাকার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম-মোয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড