• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘নিরাপদ চিকিৎসা চাই’ সামাজিক সংগঠনের যশোর জেলা কমিটি গঠন

  নিজস্ব প্রতিনিধি

৩০ মে ২০১৯, ১৪:৫১
সামাজিক সংগঠন
‘নিরাপদ চিকিৎসা চাই’ সামাজিক সংগঠনের যশোর জেলা শাখা (ছবি : সংগৃহীত)

দেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চেয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে ও গরীব দুস্থ মানুষের সঠিক চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা নিয়ে ‘নিরাপদ চিকিৎসা চাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে। যার বর্তমান পরিচালক হলেন যুবরাজ খান।

সারাদেশে এই সংগঠনের কমিটি গঠনের কাজ চলছে। এরই প্রেক্ষিতে যশোর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডেন্টাল সার্জন ডা. সাদিয়া সুমাইয়াকে উপদেষ্টা করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রাকিবুল হাসানকে সভাপতি, মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক। সাইফুল ইসলাম কিরণকে সহসভাপতি, জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া, জসীমউদ্দিন রাহমানীকে সিনিয়র সহসভাপতি, মহিউদ্দিন সানিকে সহসাধারণ সম্পাদক, মিঠুন ঘোষকে ব্যবস্থাপক সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সুচিকিৎসার জন্য এই সংগঠনটি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি মানুষ যেন সুচিকিৎসা পায় এবং অদূর ভবিষ্যতে যেন আর একটা মানুষের বিনা চিকিৎসায় অবহেলায় মৃত্যু না হয় এমনটাই প্রত্যাশা করেছে নবকমিটির সদস্যরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড