• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধানের ন্যায্য দামের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন 

  কুষ্টিয়া প্রতিনিধি

১৬ মে ২০১৯, ০৩:৪৪
মানববন্ধন
মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান, এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবার (১৫ মে) সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে এই মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আহসান হাবিব সবুজ, রনি ইসলাম, তানভির আহমেদ, মুমতাহিনা ইসলাম ও অনিক ইসলাম, সুজন মাহমুদ, ইয়াসিনসহ আরও অনেকে।

সিন্ডিকেটের কারণে কৃষকেরা ধানের দাম পাচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, যেখানে এক কেজি চালের দাম ৪০ টাকা সেখানে এক কেজি ধানের দাম ১২ থেকে ১৪ টাকা। কৃষককে গলাটিপে হত্যা করা হচ্ছে।

কৃষকেরা এই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের ধানের ন্যায্যমূল্য যদি দেওয়া না হয় তাহলে তারা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে। সেটি এই রাষ্ট্রের জন্য ভয়ংকর হবে বলেও জানায় বক্তারা।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড