• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ মে ২০১৯, ১৫:১২
র‌্যালি
সুনামগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতাল কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে ও হাসপাতালের আর এমও ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মৌমিক চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মো. ওমর ফারুক, প্রমুখ।

সিভিল সার্জন ডা. আশুতোষ বলেন, সাইনটিফিক যে সকল রীতিনীতি আছে সেগুলো যদি মেনে চলা যায় তাহলেই কেবল থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। তবে পুরোপুরি থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাওয়া খুবই দুষ্কর এজন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড