• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষা মেলা, প্রদর্শনীতে সেরা সদর ও রামগঞ্জ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, ১৯:৪৮
প্রাথমিক শিক্ষা মেলা
প্রাথমিক শিক্ষা মেলা ( ছবি : দৈনিক অধিকার )

লক্ষ্মীপুরে কচিকাঁচা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে ২ দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পৌর শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে মেলা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলকে সেরা ঘোষণা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের সুপার স্বরূপ চক্রবর্তী, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন ও মাহবুবুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দিন বাবুলসহ আরও অনেকে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড