• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে জাতীয় পত্রিকা অলিম্পিয়াড অনুষ্ঠিত

  পবিপ্রবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৯
অলিম্পিয়াড
জাতীয় পত্রিকা অলিম্পিয়াড (ছবি : সংগৃহীত)

‘পত্রিকা পড় জ্ঞান অর্জন কর’ এই স্লোগানে বরিশাল বিভাগে প্রথমবারের মতো জাতীয় পত্রিকা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গেল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর উদয় মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

অলিম্পিয়াডে আমন্ত্রিত অতিথি ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, ‘সংবাদপত্র হলো জ্ঞানের ভাণ্ডার এবং শিক্ষার্থীদের জ্ঞান ও প্রতিভা বিকাশে সংবাদপত্র অলিম্পিয়াড অনুপ্রাণিত করবে।’

এছাড়াও অতিথি ছিলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. মুজাহিদুল ইসলাম এবং উল্লেখিত স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। ভিন্নধর্মী এ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দের জোয়ার।

অলিম্পিয়াডে বরিশাল বিভাগীয় কো অর্ডিনেটর ওয়াসিম আকরাম আকাশ জানান, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় পত্রিকা অলিম্পিয়াড সহায়ক ভূমিকা রাখবে এবং পত্রিকা পাঠে আগ্রহ বাড়াবে।’

উল্লেখ্য যে, অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড