• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতার্তদের পাশে 'চলো পাল্টাই'

  নোবিপ্রবি প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২২
বিতরণ
শীতার্তদের কম্বল বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

উষ্ণতার দিনগুলো কেটে যায় কোনো রকমে। কিন্তু শীতের দিনগুলো যে বড়ই নিষ্ঠুর। চলছে হাড় কাঁপানো শীত। রাস্তার পাশে, রেল স্টেশনে, গ্যারেজে অসহায় মানুষ যখন প্রচণ্ড শীতে কাঁপছে তখন তাদের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি'।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৮ টায় সোনাপুর রেল স্টেশন থেকে লাকসাম পর্যন্ত প্রত্যেক স্টেশনের পাশে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ফয়সাল আহমেদ ও অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।

পরদিন সকালে নোয়াখালী মেডিকেল কলেজের পাশে অবস্থান নেওয়া বস্তিতে কম্বল বিতরণ করা হয়। এবং মাইজদী শহরের বিভিন্ন রাস্তার পাশে ও চৌমুহনী চৌরাস্তার আশেপাশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে রবিবার (১৩ জানুয়ারি) রাতে কম্বল বিতরণ সম্পন্ন করে সংগঠনটি ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ বলেন, 'সমাজসেবার উদ্দেশ্যেই ২০১৮ সালের এপ্রিল মাসে আমাদের পথচলা শুরু হয়। ভবিষ্যতে এই সংগঠনের উদ্যোগে আমরা সমাজসেবামূলক কাজ করে যাবো'।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড