• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলমান ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

  শরীয়তপুর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১
বিক্ষোভে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

দেশের চলমান ধর্ষণ ও ধর্ষক বিরোধী গ্রাফিতি আর্ট করায় ছাত্র নেতাদের গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শরীয়তপুর কোর্ট এলাকার পুলিশ বক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সোমবার দিবাগত রাতে ভিকারুননিসা নূন স্কুলের সামনে ধর্ষণ বিরোধী গ্রাফিতি আর্ট করার সময় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি জহর লাল রায় এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত মাহমুদকে গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে উক্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম রিপন, সভাপতি সাইফ রুদাদ।

জেলা সভাপতি সাইফ রুদাদ তার বলেন, বাংলাদেশ ধর্ষকের রাষ্ট্রে পরিণত হয়েছে। এ দেশে ধর্ষণের বিচার হয় না উল্টো যারা ধর্ষক বিরোধী কথা বলেন তাদের পুলিশ দিয়ে পেটানো হয়। আমরা এই ধর্ষকের রাষ্ট্র চাই না। তিনি তার বক্তব্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান, বিচার না হলে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক আন্দোলনের হুশিয়ারিও দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড