• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২০, ১৭:২৫
হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন
ছবি : সংগৃহীত

মাদরাসা পড়ুয়া এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন’।

রবিবার (২৬ জুলাই) বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদরাসায় এ খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই সারা দেশে কষ্টে থাকা নিম্নবিত্ত পরিবার এবং অনেক এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই সংগঠন খাবার বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণ করে সংগঠনটি।

আরও পড়ুন : করতোয়া নদীর সৌন্দর্য ফেরাতে বৃক্ষরোপণ

জানতে চাইলে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান ছোটন বলেন, ‘করোনার এই সময়ে অনেকেই আর্থিক কষ্টে আছে, বিশেষ করে এতিমখানাগুলো খাদ্যসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর, তাদের মুখে হাসি ফোটানোর। এরই ধারাবাহিকতায় বগুড়ায় পুষ্টিকর খাবার বিতরণ করি আমরা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড