• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ার ১০ গ্রামে এইচবিএফের মাস্ক বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই ২০২০, ২০:৫৭
করোনা
ছবি : সংগৃহীত

ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে তবেই করোনাভাইরাসের সংক্রমণ কমানো যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই কাজটি করছেন না।

সামাজিক সচেতনতা বাড়াতে এবং মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা জানাতে বগুড়া জেলার ১০টি গ্রামে মাস্ক বিতরণ করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মাস্কগুলো উপহার দেওয়া হয়। মাস্কগুলি বিতরণ শেষে সামাজিক সচেতনতার কাজটি করেন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের (এইচবিএফ) কর্মীরা।

জানা গেছে, মাস্কগুলি নশিপুর, নিজগ্রাম, লেকুর হাট, বালুপাড়া, বাগবাড়ী, হরারদিঘীসহ জেলার মোট ১০ টি গ্রামে বিতরণ করা হয়।

আরও পড়ুন : করোনা যোদ্ধা চিকিৎসকদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ

এ বিষয়ে জানতে চাইলে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, ‘আসলে কাজের জন্য হলেও মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা মাস্ক ব্যবহারে সচেতন নয়। আবার অনেকের মাস্ক নেই। আমরা সম্প্রতি এসব মানুষকে নিজেদের অর্থায়নে কিছু মাস্ক বিতরণ করেছিলাম। আমাদের কাজটিকে এগিয়ে নিতে সালমা আদিল ফাউন্ডেশনের চেয়্যারমান সালমা ম্যাডাম আমাদের ১ কার্টুন মাস্ক প্রদান করেন। আমরা যত্নসহকারে সে মাস্কগুলি বগুড়া জেলার ১০টি গ্রামে মাস্কগুলো বিতরণ করি ও মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদান করি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড