• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তা পাকাকরণের দাবিতে জামালপুরের শ্রীপুরে মানববন্ধন

  সাদিকুর রহমান

২৯ জুন ২০২০, ১৮:২৯
মানববন্ধন
ছবি : সংগৃহীত

কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় শ্রীপুর কুমারিয়া-ফতেপুর সড়কে দুই গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাস্তাটি মানুষের চলাচলের জন্য দ্রুত পাকাকরণের দাবি জানান। বক্তারা বলেন, এই সড়কটি সদর উপজেলার শ্রীপুর, শাহবাজপুর ও শরিফপুর ইউনিয়নের সংযোগ সড়ক। তিন ইউনিয়নের বাসিন্দাগণ এই রাস্তাটি প্রতিদিন ব্যবহার করেন। দেশ ডিজিটাল হলেও এই রাস্তাটি এখন পর্যন্ত পাকাকরণ হয়নি।

সামান্য বৃষ্টিতে রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরে এমনকি রাস্তাটি এখন ধান চাষ করার উপযোগী হয়ে পড়েছে। দুই গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে আসার মত রাস্তাও নেই।

আরও পড়ুন : বিলুপ্তপ্রায় মাছকে পর্যাক্রমে খাবার টেবিলে ফিরিয়ে আনতে হবে

মুক্তিযোদ্ধা ডা. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বাদল ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আইয়ুব আলী, নজরুল ইসলাম তারা, আবুল কালাম আজাদ, শাকিল হোসেন, ইমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড