• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হার মানলেন ঢাবি শিক্ষার্থী তানভীর

  অধিকার ডেস্ক

১৭ জুন ২০২০, ২২:১১
ঢাবি
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তানভীর হোসেন মারা গেছেন।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তানভীর লিভার সিরোসিস রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল এবং আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে সরব উপস্থিতি ছিল তার। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলায়।

তানভীরের সহপাঠীরা জানান, দীর্ঘদিন যাবৎ এ রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ‘তাঁর লিভার সম্পূর্ণ অকেজো বা ‘ডেমেজ’ (Acute hepatic failure) হয়ে গিয়েছিল’।

আরও পড়ুন : অনলাইনে দেশের প্রথম এইচআর মিটআপ অনুষ্ঠিত

তানভীরের ফুফাতো ভাই সবুজ বলেন, আজ বিকাল চারটার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। গত চারদিন আগে তাকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় বলে তিনি জানান।

তানভীরের বন্ধু হারুন অর রশীদ জানান, পড়াশুনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সরব উপস্থিতি ছিলেন তানভীরের। আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যাম্পাসে তাঁর সঙ্গে অজস্র স্মৃতি এখন স্বপ্নের মতো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড