• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের সন্তান’

  মিরপুর প্রতিনিধি, কুষ্টিয়া

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪
মতবিনিময় সভা
জেলা প্রশাসকের মতবিনিময় সভা ( ছবি : দৈনিক অধিকার )

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের সন্তান বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখার সুযোগ নেই। তাদের সুন্দর পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আজমপুরে জনসেবা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। তাই মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে, তাহলে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। তাদের অবহেলার চোখে দেখা যাবে না। কারণ তারাও আমার আপনার আত্মীয়-স্বজন।

আরও পড়ুন: নড়াইলে লাইসেন্সবিহীন ১শ মোটরসাইকেল আটক

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথাসহ আরও অনেকে।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড