• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্যারিয়ার পাথওয়ে ফর টুমুরো’ সেমিনারের উদ্বোধন  

  ডিসি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮
সেমিনার
সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

তরুণদের ক্যারিয়ার সচেতন হিসেবে গড়ে তুলতে সারাদেশে শুরু হচ্ছে ‘ক্যারিয়ার পাথওয়ে ফর টুমুরো’। সারাদেশের তরুণদের যুগোপযোগী উন্নতির লক্ষে ৯টি জেলায় কর্মশালার আয়োজন করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় ‘ক্যারিয়ার পাথওয়ে ফর টুমুরো’ শীর্ষক সেমিনারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সেমিনারে প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে তরুণদের ক্যারিয়ার গাইডলাইন, কার্যকর যোগাযোগ দক্ষতা, দক্ষতা পরিমাপ, নেতৃত্বগুণ নিয়ে আলোচনা করা হয়।

জেলা শহরগুলোতে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন উপস্থিত থাকবেন। এছাড়া স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সফটওয়্যার বিজনেস প্রধান মিরসাদ হোসেন এবং ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সানজিদা জামান প্রমুখ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০ এর পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষার সিদ্ধান্ত

এ অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে রয়েছে- ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং ইয়ুথ ভিলেজ বিডি। একই সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক অধিকার।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড