• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

  মাদারীপুর প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৯:৩১
সাধারণ সভা
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা (ছবি : দৈনিক অধিকার)

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা উপলক্ষে

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনএসআই এর উপপরিচালক সাইদুর রহমান, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ ও শহর সমাজসেবা কর্মকর্তা বাদল আহম্মেদ প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক সুবল বিশ্বাস, খালেদুর রহমান বেলাল খান, নিত্যানন্দ হালদার, জাহাঙ্গীর আলম, প্রদ্যুৎ কুমার সরকার, এস এম রাসেল, রিপন চন্দ্র মল্লিক, বেলাল রিজভী, নাজমুল হক, হারুন-অর-রশিদ, এস এম তানভীর, রাশেদ কামাল, গাউছ-উর-রহমান প্রমুখ।

সাধারণ সভায় বিগত বছরের সাংগঠনিক কর্মকাণ্ড, আয়-ব্যয় বিবরণী, গঠনতন্ত্র ও আগামী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে গত বছরের সকল কর্মকাণ্ড কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। একই সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। সভা শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন : নরসিংদীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ। এছাড়া সভা পরিচালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এম আর মুর্তজা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম এবং আর্থিক বিবরণী তুলে ধরেন অর্থ সম্পাদক সাব্বির হোসাইন আজিজ।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড