• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে ২ দিনব্যাপী অশ্বিনী মেলা শুরু

  বরিশাল প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ২০:৪৫
মেলা
বরিশালে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা শুরু হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা শুরু হয়েছে। তার বসতভিটায় (বর্তমানে নগরীর সরকারি বরিশাল কলেজ ক্যাম্পাসে) প্রতিবারের মেতো এবারও এই মেলার আয়োজন করেছেন ‘মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ।’

এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।

এ দিন মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন- সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সংস্কৃতিজন অ্যাডভোকেট এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের’ সভাপতি স্নেহাংসু বিশ্বাস। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন : ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এ দিকে, একই দিন সকালে মহাত্মা অশ্বিনী দত্ত প্রতিষ্ঠিত ব্রজমোহন (বিএম) বিদ্যালয়ের উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্রজমোহন বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীম। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড