• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক

  খাগড়াছড়ি প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৪৬
বৈঠক
স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম এমপিসহ অন্যান্যরা (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়িতে একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম এমপিসহ কমিটির সদস্য বীর বাহাদুর উশৈসিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাসন্তী চাকমা এমপি ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করেন।

দীর্ঘ বৈঠকের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম এমপি সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামে সমস্যার সমাধানের লক্ষে উদ্যোগ ও আলাপ-আলোচনা চলছে। অচিরেই পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এ দিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কমিটির সদস্য বীর বাহাদুর উশৈসিং জানান, পাহাড়ের উন্নয়ন ধারা আরও তরান্বিত করতে পাহাড়ে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে যা দরকার সরকার তাই করবে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড