• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে বিনার মাঠ দিবস পালন

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২
মাঠ দিবস
বিনার উদ্যোগে মাঠ দিবস উদযাপন (ছবি : সংগৃহীত)

সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকায় মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) অর্থায়নে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিনার বিজ্ঞানীরা বলেন, ‘বোরো ধান চাষের ক্ষেত্রে সাধারণত জমিতে সবসময় ৪-৫ সেন্টিমিটার পানি ধরে রাখা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, বোরো ধানে জমিতে পানি শুকিয়ে যাওয়ার তিনদিন পর পানি দিলেও ফলন একই পাওয়া যায়। আর এই পদ্ধতিতে সেচ খরচও ২০-৩০ শতাংশ কমে আসে। এছাড়াও বিনা উদ্ভাবিত জীবাণু সার ব্যবহার করে কম খরচে ইউরিয়া সার ব্যবহারের চেয়ে বেশি ফলন পাওয়া যাবে। এমনকি সার প্রয়োগের নির্দেশনা মেনে চলে কৃষকেরা তাদের গতানুগতিক পদ্ধতির চেয়ে ১ দশমিক ২৫ ভাগ বেশি ফলন পেয়েছেন।’

অনুষ্ঠানে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকরাম উন হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মো. মাহফুজুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুর রউফ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড