• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটিয়ায় ‘স্বাধীন পতাকা’ উত্তোলন দিবস পালিত

  পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম

১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪
পটিয়া থানা
‘স্বাধীন পতাকা’ উত্তোলন দিবসে পটিয়া থানায় পতাকা উত্তোলনকালে মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীন পতাকা’ উত্তোলন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক স্মৃতিচারণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পরে মুক্তিযোদ্ধারা পটিয়া থানা প্রাঙ্গণে গিয়ে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা খায়ের আহমদের সভাপতিত্বে এই স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এছাড়া স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার ও দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন খাঁন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার চেয়ারম্যান মো. রফিক আহমদ, নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর যুদ্ধাকালীন কমান্ডার মহসিন খাঁন ও প্রফেসর আবু ছৈয়দের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে পটিয়া থানায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করে পটিয়াকে হানাদার মুক্ত করেন। এ সময় স্বাধীনতার উৎসবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিজয় উল্লাস করেন তারা।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড