• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে ‘প্ল্যাটফর্মস ফর ডায়ালগ’এর প্রদর্শনী

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৯ অক্টোবর ২০১৯, ২২:১৮
সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট প্রদর্শনী
সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট প্রদর্শনী (ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘প্ল্যাটফর্মস ফর ডায়ালগের’ সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের অংশীদারিতে এবং ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘প্ল্যাটফর্মস ফর ডায়ালগ’ প্রকল্পের এর উদ্যোগে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

তথ্য অধিকার আইন, স্থানীয় স্বাস্থ্য সেবা জোরদার করন, মাদক নির্মূল ক্যাম্পেইন ও কাউন্সেলিং, স্থানীয় কৃষি সেবা জোরদার করন, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও নাগরিক সনদ নীতিমালা তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য উপজেলার তিনটি ইউনিয়ন ইছাপুরা, মালখানগর এবং কেয়াইন এর তিনটি নিবন্ধিত সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। যে সকল কার্যক্রম তৃণমূলে চলমান রয়েছে তার অর্জন, সাফল্য তুলে ধরা হয় এ প্রদর্শনীতে।

এর আগে প্রদর্শনীর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল কো অর্ডিনেটর সবনম মুস্তারি, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. সাইফুল ইসলাম, কালাড়ায়ের চর পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রত্না হাওলাদার প্রমুখ।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড