• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ভয় দেখিয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২০, ১১:১৫
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ভয় দেখিয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ইরানের
বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র ১ হাজার ৪শ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি তেহরানের।

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরানি সেনাবাহিনী। দেশটির তৈরি ব্যালিস্টিক ও নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বলে জানা গেছে। শহীদ কাসেম সোলেমানি এবং শহীদ আবু মাহদি নামের মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র দু'টি ১ হাজার ৪শ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আগ্রাসন নয়, মূলত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই ক্ষেপণাস্ত্রের এ উন্নয়ন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র এবং বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা যে এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩০০ থেকে ১০০০ কিলোমিটার করতে পেরেছি, এটা অসাধারণ অর্জন।

আরও পড়ুন : ইরানকে বিশ্বের ১৪তম সামরিক শক্তি ঘোষণা

রুহানি আরও বলেন, আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দেশে হামলার জন্য নয় বরং প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলোকে আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্যও কাজে দেবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের শক্তিশালী করছে ইরান-সিরিয়া

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী, চলতি বছরের অক্টোবরেই ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। ঐ অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনলেও ব্যর্থ হয় ওয়াশিংটন। এ বিষয়ে আবারও আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে ইসরায়েলের বন্ধু আমিরাতের জাহাজ আটক করল ইরান

এ দিকে আবুধাবি-তেল আবিব শান্তিচুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান। জলসীমা লঙ্ঘন ও আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই ইরানি জেলে নিহত হওয়ার পর জাহাজ আটক করা হয়েছে বলে দাবি দেশটির।

আরও পড়ুন : আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে সৌদি!

গত সপ্তাহে ইরানের ঘোর শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে আরব আমিরাত। এ চুক্তি নিয়ে ইরানের কঠোর সমালোচনার জবাবে আমিরাতের কড়া প্রতিক্রিয়ায় দু'দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই জাহাজ আটকের ঘটনা ঘটল। তেহরানের ঐ পদক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আরব আমিরাত সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড