• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে বিশ্বের ১৪তম সামরিক শক্তি ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২০, ১০:১৬
ইরানকে বিশ্বের ১৪তম সামরিক শক্তি ঘোষণা
সামরিক মহড়া চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বিশ্বের ১৪তম সামরিক শক্তিশালী দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি জানিয়েছেন, বিশ্বের কোনো রাষ্ট্রকে অযথা হামলা কিংবা দখল করার ইচ্ছা ইরানের নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রতিরক্ষা দিবসে তিনি এসব কথা বলেন।

এদিন ভার্চুয়াল ভাষণের মাধ্যমে তিনি জানান, বিশ্বে সামরিক শক্তিতে ১৪তম অবস্থানে রয়েছে ইরান। সম্প্রতি তেহরান নিজেদের প্রতিরক্ষায় বড় ধরনের সফলতা অর্জন করেছে। গত কয়েক বছরে ইরান মূলত একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে।

রাডার ও ড্রোন প্রযুক্তিতে উন্নতির কথা তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমাদের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে। তাই এক কথায় বলা যায়, ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।

আরও পড়ুন : সামরিক শক্তিতে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে তুরস্ক?

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশকে হামলা কিংবা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া কোনো ইচ্ছাই ইরানের নেই। তেহরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড