• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের শক্তিশালী করছে ইরান-সিরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২০, ১৪:৩১
যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের শক্তিশালী করছে ইরান-সিরিয়া
ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে (ছবি : প্রতীকী)

মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় এবার নিজেদের শক্তিশালী করছে মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়া। যার অংশ হিসেবে এরই মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সিরিয়া সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আলী আসগার খাজি দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাতে আসাদ ও খাজি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে মতবিনিময় করেন। এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য তেহরান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন : আমিরাতের পর এবার সৌদির দিকে নজর ইসরায়েলের

প্রেসিডেন্ট আসাদ বলেছেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ প্রতিহত করার ক্ষেত্রে তেহরান ও দামেস্ক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।

আরও পড়ুন : ৮ মিনিটেই আমিরাতকে ধ্বংস করবে ইরানি ক্ষেপণাস্ত্র, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সোমবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিমের সঙ্গেও সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই কর্মকর্তা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করার পাশাপাশি ইরান ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি বিমান আগ্রাসনের রোমহর্ষক ভিডিও প্রকাশ

পরে আলী আসগার খাজি বলেন, সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে দামেস্ককে সব রকম সহযোগিতা করবে তেহরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড