• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গার্দিওলার সঙ্গে নিজের তুলনায় নারাজ টুখেল

  ক্রীড়া ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০
পেপ গার্দিওলা ও টমাস টুখেল
পেপ গার্দিওলা ও টমাস টুখেল। (ছবি: সংগৃহীত)

পেপ গার্দিওলা আধুনিক সময়ের সেরা কোচদের একজন। সাম্প্রতিক সাফল্যের বিবেচনায় সময়ের সেরাদের তালিকায় থাকবেন টমাস টুখেলও। দুই জনের মধ্য কে সেরা ইদানিং এ নিয়ে হয় বেশ বিতর্ক। তাতে অবশ্য যোগ দিচ্ছেন না টুখেল। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচের মতে, এই ধরনের তুলনার কোনো অস্বিত্বই নেই।

ইংল্যান্ডের দুটি ক্লাবের এই দুই কোচের সবশেষ তিন লড়াইয়ের তিনটিতেই জিতেছে টুখেলের দল। এর মধ্যে রয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। প্রিমিয়ার লিগে শনিবার আবার মুখোমুখি হচ্ছে দল দুটি। এর আগের দিন সংবাদ সম্মেলনে চেলসি কোচ জানান, গার্দিওলার জন্য তার রয়েছে অগাধ শ্রদ্ধা।

তিনি বলেন, ‘আমার কাছে প্রশ্নটির (দুজনের মধ্যে কে সেরা) অস্তিত্বই নেই। আমি এর উত্তর দিতে পারি না। এটি আপনাদের (গণমাধ্যমের) জন্য একটি প্রশ্ন এবং এটা নিয়ে আপনি বিতর্ক চালিয়ে যেতে পারেন। পেশাদার কোচিংয়ের প্রথম দিন থেকে (ফুটবলে) তার যে প্রভাব- বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে, এর জন্য আমি তার অনেক বড় ভক্ত।’

গার্দিওলার বা অন্য কোনো কোচের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে টুখেলের ভাবনা নিজের উন্নতি নিয়েই।

টুখেল বলেন, ‘একজন শ্রেয়তর কোচ কি না এ নিয়ে আমার ভাবার কোনো কারণ নেই। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টাটা করি। এমন জায়গায় আছি, যেখানে আমি খুব খুশি এবং গতকালের চেয়ে আজ আমি আরও ভালো কোচ।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাম্প্রতিক সময়ের ফলাফল নিজেদের পক্ষে থাকলেও টুখেলের ধারণা, কঠিন লড়াই হতে যাচ্ছে। এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মানলেও মোটেও শিরোপা নির্ধারক হিসেবে দেখছেন না ৪৮ বছর বয়সী এই কোচ।

আরও পড়ুন : ইংলিশ বোর্ডকে ধুয়ে দিলেন আর্থারটন

তার ধারনা, ‘যদি জিতি তাহলে আমরা চ্যাম্পিয়ন হব না এবং যদি সিটি জেতে তাহলে তারাও চ্যাম্পিয়ন হবে না। আমরা (হেরে গেলে) হতাশাগ্রস্থ হব না।’

পাঁচ রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে পাঁচটায়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড