• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের দুই খেলোয়াড়কে আগ্রাসী হতে হবে : ক্লার্ক

  ক্রীড়া ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১১:১০
মাইকেল ক্লার্ক
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। (ছবি : সংগৃহীত)

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে। ওয়ানডে শুরু হয়ে মাঝে টি-টুয়েন্টি এবং সর্বশেষ টেস্ট সিরিজ। কিন্তু টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে সেই ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের উপর। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, পিতৃত্বকালীন ছুটির জন্য শেষ তিনটি টেস্টে বিরাট কোহলি না খেলতে পারলেও লাল বলের সিরিজে তিনি নায়ক হয়ে উঠতে পারেন।

মঙ্গলবার স্কাই স্পোর্টস রেডিওতে দেওয়া সাক্ষাতকারে ক্লার্ক বলেন, 'এই ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বিরাট কোহলি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারে। আমার মতে, দলে বিরাট যে ছন্দ তৈরি করবে, সেটা প্রথম টেস্টের পর বড় ভূমিকা পালন করবে। আমার মতে, ভারত যদি ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টিতে সাফল্য না পায়, তাহলে টেস্টে ওরা বড় বিপদের মুখে পড়বে। ওরা ৪-০ ব্যবধানে উড়ে যাবে।'

ক্লার্কের মতে, কোহলির পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া মহারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জসপ্রিত বুমরাহ। ক্লার্ক বলেন, 'সে দ্রুতগতির বোলার। তার অ্যাকশন সত্যিই আলাদা। তাই আমার মতে, বুমরাহকে ছন্দে থাকতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অত্যন্ত আগ্রাসী হতে হবে।

আরও পড়ুন : ক্রিকেটারদের পর্যবেক্ষণ করতে ফিরছেন ডমিঙ্গো

স্টিভ স্মিথের মতো খেলোয়াড়ের বিপক্ষেও ধারাবাহিকভাবে শর্ট বল করে যেতে হবে। গত অ্যাশেজে স্টিভ স্মিথের সঙ্গে ঠিক এই কাজটাই করেছিল জোফ্রা আর্চার। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ভারতের দুই সেরা খেলোয়াড়কে (কোহলি-বুমরাহ) আগ্রাসী হতে হবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড