• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রামচাঁদ গোয়ালার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

  ক্রীড়া প্রতিবেদক

১৯ জুন ২০২০, ২০:২৭
রামচাঁদ গোয়ালার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
রামচাঁদ গোয়ালা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি (ছবি : সংগৃহীত)

ঢাকার ক্লাব ক্রিকেটের কিংবদন্তি দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শুক্রবার (১৯ জুন) সকালে ময়মনসিংহ শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেন সাবেক এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, দেশের ক্রিকেট ইতিহাসে রামচাঁদ গোয়ালার নাম স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখপ্রকাশ করছি।

গত ৯ জুন স্ট্রোক করলে রামচাঁদ গোয়ালাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে বাসায় আনা হয়েছিল তাকে। শুক্রবার আবারও স্ট্রোক করলে মারা যান তিনি।

আরও পড়ুন : তামিমের চোখে পরবর্তী পঞ্চপাণ্ডব যারা

স্কুল ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রাম চাঁদ গোয়ালা। ওই সময়ে ময়মনসিংহ শহরের মৃত্যুঞ্জয় স্কুলের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। ক্লাব ক্রিকেটে হাতেখড়ি নগরীর পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। ওই সময়ই ঢাকার ক্রিকেটে রামচাঁদ গোয়ালা খেলা শুরু করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড