• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার আইপিএলে করোনা আতঙ্ক

  ক্রীড়া ডেস্ক

০৪ মার্চ ২০২০, ১২:২৫
আইপিএলে করোনা আতঙ্ক
আইপিএলে করোনা আতঙ্ক (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯)। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া মহামারিতে বুধবার (৪ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে প্রাণ গেছে ৭৭ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ২০২ জনে পৌঁছেছে।

করোনা ভাইরাসের থাবা পড়েছে ভারতেও। তবে করোনার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোনো প্রভাব পড়বে না বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। যদিও বোর্ড পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানান আইপিএল চেয়ারম্যান।

এখন পর্যন্ত ভারতে মোট ৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গেছে।

২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। ফাইনাল হবে ২৪ মে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ক্রিকেটের এই মেগা ইভেন্টে এবার করোনা ভাইরাস আতঙ্ক। তবে এখনই এসব নিয়ে ভাবছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘এখন পর্যন্ত আইপিএল নিয়ে ভয়ের কিছু দেখছি না। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।’ এ দিকে গাঙ্গুলিরও একই মত, ‘এসব নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি।’

আরও পড়ুন : করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ মাশরাফির

তবে আইপিএলের আগে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়াবাহিনী।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড