• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেকর্ড গড়ে পরপর ৩বার লন্ডনের মেয়র সাদিক খান

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০২৪, ১৩:৪৪
সাদিক খান

পর পর তিন বার লন্ডনের মেয়র নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টির নেতা সাদিক খান। ব্রিটিশ রাজধানীর ইতিহাসে যা রেকর্ড।

এ বার সাজিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির সুসান হল। বিপুল ভোটে সুসানকে হারিয়েছেন সাজিদ। সাজিদের ঝুলিতে গিয়েছে ১০ লক্ষ ৮৮ হাজার ২২৫টি ভোট। অপর দিকে সুসান পেয়েছেন মাত্র ২ লক্ষ ৭৬ হাজার ৭০৭টি ভোট।

এ বারের মেয়র নির্বাচনের প্রচার পর্ব থেকেই যথেষ্ট উত্তপ্ত ছিল লন্ডনের রাজনৈতিক হাওয়া। মধ্য লন্ডনে ঢোকা বাণিজ্যিক ভ্যানের উপরে দূষণ-কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সাদিক। যার বিরুদ্ধে প্রচার শুরু করেন কনজ়ারভেটিভরা। ছোট ব্যবসায়ীদের লন্ডনের মেয়র টিকতে দিতে চান না বলে রব ওঠে।

তাকে পুনরায় নির্বাচিত করার জন্য লন্ডনবাসীদের আজ ধন্যবাদ জানিয়েছেন মেয়র। সাদিক তার বক্তৃতায় উল্লেখ করেছেন, প্রচার পর্বে যাবতীয় নেতিবাচক কথা হজম করা খুবই কঠিন ছিল। তিনি বলেছেন, ‘‘আমাদের এখনও উজ্জ্বলতম দিন দেখা বাকি।’’ লন্ডনকে বিশ্বের সর্বসেরা শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। বক্তৃতার পরে হাততালিতে ফেটে পড়ে হল ঘর।

স্থানীয় নির্বাচনে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টির হার অব্যাহত। আপাতত একটি মাত্র কাউন্সিল আসনেই ফল ঘোষণা বাকি। কাউন্সিলর সংখ্যার নিরিখে এগিয়ে লেবার পার্টিই। সুনকদের দলের স্থান এখন তিন নম্বরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড