• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়ের খোঁজে সকালে মাঠে নামছে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুই ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। বহু কাঙ্ক্ষিত একটা জয়ের খোঁজে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে সালমা-জাহানারারা।

হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১৮ রানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। ভারতের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে বাংলাদেশ থামে ৮ উইকেটে ১২৩ রান তুলে।

এরপর দ্বিতীয় ম্যাচে আরও শোচনীয়ভাবে হারে সালমারা। এবার হারের ব্যবধান ৮৬ রানের। বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১০৩ তুলতেই শেষ হয়ে যায় ২০ ওভার।

দুই ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকেই গেছে টাইগ্রেসরা। ক্ষীণ সম্ভাবনা থাকলেও তা কেবল কাগজে কলমেই। আর তাই নিজেদের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টুর্নামেন্ট শেষ করতে চাইবে সালমা বাহিনী।

আরও পড়ুন- চোট থেকে ফিরলেও আত্মবিশ্বাসী সাইফউদ্দিন

অন্যদিকে, নিউজিল্যান্ডও বাংলাদেশের সমান দুই ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট উড়িয়ে দিলেও হোঁচট খেয়েছে দ্বিতীয় ম্যাচেই। শেষ ওভারের নাটকে ভারতের কাছে ৩ রানের ব্যবধানে হেরেছে তারা। এক জয়ে এখনো সেমিফাইনালের দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড। আর তাই বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চাইবে তারা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড