• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোট থেকে ফিরলেও আত্মবিশ্বাসী সাইফউদ্দিন

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২
মোহাম্মদ সাইফউদ্দিন
মোহাম্মদ সাইফউদ্দিন (ছবি: সংগৃহীত)

দীর্ঘ সাত মাস চোটের সঙ্গে লড়াই করে দলে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সদ্যই চোট কাটিয়ে ফিরলেও আত্মবিশ্বাসের কমতি নেই তার। তিনিসহ পুরো দলই আত্মবিশ্বাস নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। আর একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারানোর তরতাজা স্মৃতিই সে আত্মবিশ্বাসের জোগানদাতা। এমনটাই জানিয়েছেন সাইফউদ্দিন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফউদ্দিন। ওয়ানডে সিরিজ নিয়ে দলের ভাবনা জানাতে তিনি বলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। টেস্ট সিরিজ জেতার ধারাবাহিকতা বজায় রেখে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে যাত্রা শুরু করব আমরা।

এছাড়া ওয়ানডে সিরিজ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে এ পেস অলরাউন্ডার বলেন, ‘খেলা যখন শুরু হয়, তখন নতুন করে কিছু করার সুযোগ থাকে না। যখন লম্বা বিরতি থাকে বা কোনো খেলা থাকবে না, তখন নতুন কিছু করার চেষ্টা করা যেতে পারে।’

দীর্ঘদিন দলের বাইরে থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েননি জানিয়ে সাইফউদ্দিন আরও বলেন, ‘দীর্ঘদিন মাঠের বাইরে থাকা প্রতিটি ক্রিকেটারের জন্য কষ্টকর। তারপরও মানসিক শক্তি রেখে সবকিছু পর্যবেক্ষণে রেখেছিলাম। বিপিএল ও আন্তর্জাতিক খেলা দেখেছি। ফলে সময়টা খুব বেশি মনে হয়নি বাইরে কাটিয়েছি।’

ইনজুরি থেকে সেরে ওঠার সঙ্গে সঙ্গেই কোনো পরীক্ষা ছাড়া দলে ফিরেছেন। তার প্রতি দলের এমন আস্থায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ধন্যবাদ দেন তিনি। এছাড়া প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো দ্রুত মাঠে ফিরতে অনুপ্রেরণা জুগিয়েছে জানিয়ে এ ক্রিকেটার বলেন, ‘ফিজিও যারা আছেন, তাদের কথামতো চলেছি, নিজেও কিছু করার চেষ্টা করেছি। তাছাড়া দলের ফেরার জন্য উনার বার্তা খুবই অনুপ্রেরণা জুগিয়েছে। যে সময় বেঁধে দিয়েছিলেন, সেই সময়ের মধ্যে আমি ভালো হয়ে দলে ফিরেছি। আর সংবাদমাধ্যমে বিভিন্ন নিউজ পেয়ে ইচ্ছা শক্তি বেড়েছে, সে হিসেবে কাজ করেছি।’

বিশ্বকাপে খেলেছেন সর্বশেষ ম্যাচ। এ দীর্ঘ সময়ে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটারই দলে এসেছেন, পারফর্মও করেছেন। ফলে সাইফউদ্দিনকে টিকে থাকতে বেশ শক্ত প্রতিযোগিতারই মুখোমুখি হতে হবে। তবে এমন প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই দেখেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমার চেয়ে ভালো কেউ থাকলে দলে জায়গা করে নেবে। সেটা নিজের কাছেও তৃপ্তিদায়ক, আবার কেউ যদি খারাপ খেলে আমার পজিশনে থাকে, সেটা আবার কষ্টদায়ক।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড