• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতকে হোয়াইটওয়াশ করতে কিউইদের ‘ভয়ংকর’ পরিকল্পনা

  ক্রীড়া ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫
নিল ওয়াগনার
কিউই ফাস্ট বোলার ওয়াগনার (ছবি : ক্রিকইনফো)

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ১০ উইকেটের বিশাল জয়ে স্বাগতিকরা বেশ আত্মবিশ্বাসী। ক্রাইস্টচার্চে এই পারফরম্যান্স অব্যাহত রাখতে চায় তারা।

প্রথম টেস্টে দলের জয়ের মুখ্য ভূমিকা রাখেন পেসাররা। টিম সাউদি একাই শিকার করেন ৯ উইকেট। বিশেষজ্ঞ তিন পেসার মিলে শিকার করেন ১৮টি উইকেট। এ ম্যাচে অভিষেকে নেমে ৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৪৫ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন কাইল জেমিসন।

এমন পারফরম্যান্সের কারণে তাকে পরের ম্যাচে একাদশ থেকে বাদ দেওয়াটা কঠিন সিদ্ধান্ত মনে করছে কিউই শিবির। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় প্রথম টেস্টে খেলতে পারেননি দলের অন্যতম ফাস্ট বোলার নিল ওয়াগনার। তবে ক্রাইস্টচার্চে ওয়াগনার একাদশে থাকছেন।

ওয়াগনারের বদলে প্রথম টেস্টে অভিষেকে নামেন জেমিসন। তাই ওয়াগনার ফেরায় জেমিসনকে নিয়ে চিন্তায় পড়েছে কিউইরা। কিউই কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন ওয়াগনার পরের টেস্টে অবশ্যই থাকবেন। তাই স্টেডকে জিজ্ঞেস করা হয়, জেমিসনসহ চার বিশেষজ্ঞ পেসার খেলানোর কোনো চিন্তা আছে কি না। তিনি জবাবে বলেন, এরকম চিন্তা মাথায় আছে। এর কারণ ক্রাইস্টচার্চের উইকেট আরও বেশি পেস সহায়ক।

আরও পড়ুন :-এক দিনে দুই উইন্ডিজ ক্রিকেটার নিষিদ্ধ

আর স্পিনার আজাজ প্যাটেল ওয়েলিংটনে মোটে ৬ ওভার বোলিং করেন। তাই প্যাটেলকে বসিয়ে জেমিসনকে একাদশে রাখলে আশ্চর্যের কিছুই থাকবে না। সবকিছু ঠিক থাকলে পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমসহ পাঁচ পেসার নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। লক্ষ্য একটাই, ভারতের বিপক্ষে পুরো ১২০ পয়েন্ট আদায় করা। ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে এ ম্যাচ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড