• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় নারী ফুটবল লীগ শুরু

  গাইবান্ধা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯
নারী ফুটবল
মুজিববর্ষ উপলক্ষে ‘এসকেএস আন্তঃস্কুল (অনূর্ধ্ব-১৭) নারী ফুটবল লীগের’ টুর্নামেন্ট (ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষ উপলক্ষে ‘এসকেএস আন্তঃস্কুল (অনূর্ধ্ব-১৭) নারী ফুটবল লীগের’ টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এসকেএস ফাউন্ডেশন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এ নারী ফুটবল লীগের (অনূর্ধ্ব-১৭)’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহাবুব আরা বেগম গিনি।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আবদুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, এসকেএস ফাউন্ডেশনের নিবার্হী প্রধান রাসেল আহম্মেদ লিটন।

শুরুতেই পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল বনাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : লামায় ভাষা দিবস পালনে সুযোগ নেই ১১৭ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

মোট ৮টি দল টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলো হচ্ছে আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষীপুর স্কুল ও কলেজ, পুলিশ লাইনস স্কুল, সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা এন এইচ মর্ডান উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড