• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের নাগরিক হতে চান বিশ্বকাপজয়ী স্যামি

  ক্রীড়া ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩
ড্যারেন স্যামি
স্যামির দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি (বাঁয়ে) (ছবি : সংগৃহীত)

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে ক্রিকেট খেলতে চান না এমন অনেক ক্রিকেটারই আছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি কিনা সেই পাকিস্তানেরই নাগরিক হতে চান! দুবারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্যারিয়ীয়ান তারকা দেশটির কাছে নাগরিক হতে চেয়ে আবেদনও করেছেন।

গতকাল মাঠে গড়িয়েছে পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিদেশের প্রায় ৩৬ ক্রিকেটার টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য স্যামির নামও।

বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্যামি। ৩৬ বছর বয়সী এই তারকা পাকিস্তানে এতটাই মজেছেন যে, দেশটির নাগরিকই হয়ে যেতে চাইছেন। নাগরিকত্ব চেয়ে তিনি আবেদন করেছেন বলে জানিয়েছেন পিএসএলের স্যামির দল পেশোয়ার জালমির ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি।

আরও পড়ুন : শুরু হচ্ছে পিএসএলের জমজমাট লড়াই

পিসিবির কাছে অনুরোধ জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমরা ড্যারেন স্যামির জন্য পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্বের অনুরোধ করেছি। আবেদনটি বর্তমানে রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে। আমি পিসিবি চেয়ারম্যানকে অনুরোধ করছি- স্যামির পক্ষে একটি ভালো ধারণা পেশ করার জন্য, যাতে এটি অনুমোদিত হতে পারে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড