• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিসিবিকে পাপনের ধন্যবাদ

  ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২০, ১২:৪১
বাংলাদেশ-পাকিস্তান
পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানির (ডানে) সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট পাপন (বাঁয়ে) (ছবি : বিসিবি)

অনেক কাঠখড় পুড়িয়ে পাকিস্তান সফরে তিন দফার মধ্যে প্রথম দফা শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফরের জন্য বাংলাদেশকে রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত করেছিল। রাষ্ট্রীয় মর্যাদায় টাইগারদের নিরাপত্তা দেয় পাকিস্তান সরকার। এতে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ধন্যবাদ দিয়েছে পাকিস্তান সরকারকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের আশেপাশের এলাকায় টাইগারদের নিরাপত্তার দায়িত্বে ছিল ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী। খেলার সময় স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় গাড়ি চলাচলও সীমিত করা হয়েছিল। শুধু বাংলাদেশ ক্রিকেট দলই নয় স্টেডিয়ামে আসা দর্শকরাও ছিলেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে।

বাংলাদেশ ক্রিকেট দলকে এমন নিরাপত্তা দেওয়ায় তাদের সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে দেওয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট সরকার, পাকিস্তান সরকারকে ধন্যবাদ।’

আরও পড়ুন : এবার স্বাভাবিক ফ্লাইটে পাকিস্তানে যাবে বাংলাদেশ!

টি-টুয়েন্টি সিরিজ শেষে প্রথম ধাপের পাকিস্তান সফর সেরে গতকাল ঢাকায় ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট খেলতে মুমিনুল হকের নেতৃত্বে আবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড