• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার শাস্তি পেলেন ইংলিশ তারকা ব্রড

  ক্রীড়া ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৯:০৭
স্টুয়ার্ট ব্রড
ইংলিশ পেসার ব্রড (ছবি : সংগৃহীত)

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজটি যেন জরিমানা ও শাস্তির ছড়াছড়ি। সর্বশেষ জরিমানা গুণতে হলো ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে। আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় জরিমানা করা হয়েছে তাকে।

আইসিসির কোড অব কন্ডাক্ট ২.৩ ভঙ্গ করেছেন ব্রড। সেখানে বলা আছে ম্যাচ চলাকালীন অশোভন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না কোনো ক্রিকেটার। কিন্তু গত সোমবার (২৭ জানুয়ারি) স্টুয়ার্ট ব্রড প্রোটিয়া অধিনায়ককে লক্ষ্য করে অশালীন শব্দ ব্যবহার করেন। যা নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার রড টাকার ও জো উইলসনের। তারা ম্যাচ রেফারিকে বিষয়টি জানালে স্টুয়ার্ট ব্রডকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।

আরও পড়ুন :- টিম বাসে ধোনির সিট এখনো ফাঁকা থাকে

ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ব্রডের খাতায় ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ব্রডের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এই সময়কালে ডিমেরিট পয়েন্ট ৪ হলে তা সাসপেনশন পয়েন্টে পরিণত হয়। দুই সাসপেনশন পয়েন্টের জন্য ক্রিকেটারকে ১ টেস্ট বা ২ ওয়ানডে অথবা ২ টি-টুয়েন্টির জন্য নিষিদ্ধ করা হয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড