• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিম বাসে ধোনির সিট এখনো ফাঁকা থাকে

  ক্রীড়া ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ১৫:২৭
যুজবেন্দ্র চাহাল
ভিডিও করে ধোনির সিট দেখাচ্ছেন চাহাল (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলে নেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একরকম বাধ্যতামূলক অবসরেই পাঠানো হয়েছে তাকে। বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

তবে বোর্ড তাকে ভুলে গেলেও ভুলে যায়নি ভারতীয় ক্রিকেটাররা। টিম বাসে একটি সিট এখনো ধোনির জন্য ফাঁকা রাখেন তারা। ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল নিজের একটি চ্যানেলে বিভিন্ন সময় ভিডিও করে জনপ্রিয়তা পেয়েছেন। সেটা কাজে লাগাচ্ছে এখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘চাহাল টিভির’ নানা ভিডিও এখন বিসিসিআইয়ের ওয়েবসাইটের বিসিসিআই টিভির মাধ্যমে দেখানো হয়।

নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ খেলতে গেছে ভারত। যাত্রা পথে যথারীতি নিজের সঞ্চালক প্রতিভা নিয়ে হাজির হয়েছে চাহাল। দলের সতীর্থদের খুঁচিয়ে বিভিন্ন তথ্য আদায় করে নিয়েছেন। একদম শেষে ধোনির জন্য দল যে এখনো কাতর সেটা জানিয়েছেন চাহাল।

আরও পড়ুন : বিসিএলে অবহেলিত সাব্বির

বাসের একদম শেষে একটি ফাঁকা আসনের পাশে বসে চাহাল বলেন, ‘এ আসনে এক কিংবদন্তি বসতেন। মাহি ভাই (এম এস ধোনি)। এখন কেউ বসে না সেখানে। আমরা প্রতিদিন তার অভাব অনুভব করি।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড