• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এএফসির টুর্নামেন্ট বর্জন করল ইরান

  ক্রীড়া ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১১:২৩
এএফসি ও ইরান ফুটবল ফেডারেশন
এএফসি ও ইরান ফুটবল ফেডারেশন (ছবি : সংগৃহীত)

গত শুক্রবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এএফসি। এতে ইরানি দলের আয়োজিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করতে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।

এএফসির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইরানের ফুটবল ক্লাবগুলো ২০২০ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের বাকি খেলাগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ক্লাবগুলো এএফসির সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে উল্লেখ করে বলেছে, যতদিন ফের ইরানের মাটিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া না হচ্ছে ততদিন ইরানি টিমগুলো এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে না। এশিয়ান লিগে বর্তমানে ইরানের চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে পারসাপোলিস, ইশতাকলাল, সেফাহান ও সাহরি খুদরু।

আরও পড়ুন :-হঠাৎ ফুটবলে নিষেধাজ্ঞায় ইরান

এএফসি নতুন সিদ্ধান্তের কারণ হিসেবে ইরানে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করলেও ঐ চার ক্লাবের পক্ষ থেকে গতকাল (শনিবার, ১৮ জানুয়ারি) এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আলে খলিফাকে এক যৌথ চিঠিতে জানানো হয়েছে, ইরানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠানের মতো যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কাজেই এসব ক্লাব স্বাগতিক দল হিসেবে নিজেদের মাটিতে যেসব ম্যাচ খেলবে বলে কথা ছিল সেসব ম্যাচ তারা ইরানের বাইরে খেলতে রাজি নয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড