• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ ফুটবলে নিষেধাজ্ঞায় ইরান

  ক্রীড়া ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৩:০৭
ইরানের ওপর নিষেধাজ্ঞা
ফুটবল আয়োজনে ইরানের ওপর নিষেধাজ্ঞা (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে নিষেধাজ্ঞা পেয়েছে ইরান। গতকাল (শুক্রবার, ১৭ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন, বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। ইরানি দলের আয়োজিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানি ফুটবল ফেডারেশন আরও জানায়, পরিস্থিতির সমাধানে তাৎক্ষণিকভাবে একটি বৈঠক করা হয়েছে। এছাড়া টুর্নামেন্টে ইরানকে প্রতিনিধিত্ব করা চারটি ক্লাবের ব্যবস্থাপক দ্রুত আলোচনা করবেন। দল চারটি হচ্ছে- পারসাপোলিস, ইশতাকলাল, সেফাহান ও সাহরি খুদরু।

দেশটির ফুটবল ফেডারেশন বলছে, ইরানের ক্লাবগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব জানানো হবে। তবে কেন নিষিদ্ধ করা হয়েছে, সেই কারণ বর্ণনা করা হয়নি। ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলভি বলেন, বিদেশি দলকে আমন্ত্রণ জানাতে ইরান প্রস্তুত রয়েছে। এএফসির ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিদেশি দলগুলোর খেলার আয়োজনে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তা আমরা প্রমাণ করেছি।

আরও পড়ুন :-বিশ্বকাপের নায়ক এখন উবার চালক

তেহরানে এএফসি চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত ম্যাচগুলোর আয়োজনে গত বছর আভাস দিয়েছিলেন তিনি। ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের সঙ্গে এএফসির এমন সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা পরিষ্কার হওয়া যায়নি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড