• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শ্বাশত প্রেম

  হারুন হাফিজ

২১ অক্টোবর ২০১৯, ১৮:২৭
কবিতা
ছবি : প্রতীকী

এক সাগর ভালোবাসা সঞ্চিত হৃদয় ভরে হউক না প্রবাহমান ঝরণা ধারায় তবুও বিরাট ফাঁক সেথায় যেখানে বিজ্ঞানকে পাছে ফেলার উপায় নেই তাই মায়াবি ডাকে উম্মনা; কি করে শুধাই, কেন যে বুঝনা- দশতলাবাসীর সনে গাছতলার বন্ধুত্ব হয় না। এসি হাওয়ায় অনভ্যস্ত যে জন কেন টানো তারে প্রাণপণ? জমির আলে বসা যার স্বভাব সে কি করে বসে সিংহাসনে? কিছুতেই মেলাতে পারিনা হিসেব স্মৃতির ক্যালকুলেটরে। প্রেমতো স্বর্গীয় তাই নীরবে আসে তাই বলে কি যত্রতত্র হানা দেবে? তা তো হয় না, বিজ্ঞান তাই বলে না তাই না, সুরঞ্জনা; আভিজাত্য- ভালোবাসাকে হার মানাতে পারেনা আভিজাত্য ভালোবাসাকে চুরি করতে পারে, বলি নয়। তিলে তিলে সঞ্চিত প্রেমধারা যেন বহমান যমুনা যুগ থেকে যুগান্তরে আজকের এই উপেক্ষিত প্রেম বৈজ্ঞানিক তত্বে রুপ নিয়ে শাখা-প্রশাখা হবে, আমাদেরই উত্তরসূরীর মধ্যে যখন বিজ্ঞান তাদেরকে অভ্যর্থনা জানাতে কসুর করবেনা। হয়তো সে দিন আমরা থাকবোনা। তাদের ভালোবাসা মোহনা হয়ে সাগর সঙ্গম ঘটবে। এই নিটুল প্রেম তাদের মধ্য দিয়ে অমরত্ব লাভ করবে অনাদি কাল ধরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড